গ্রাহককে এখন টাকা দিতে পারছে সোশ্যাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০২৪, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রাহককে এখন টাকা দিতে পারছে সোশ্যাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

 

নিউজ ডেস্কঃ

তীব্র তারল্য সংকটে ভুগতে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঋণ পাওয়ার পর এখন গ্রাহকদের সীমিত পরিমাণে টাকা দিতে শুরু করেছে।

সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার টাকা তোলা যাচ্ছে।

রোববার ব্যাংক দুটির গ্রাহকরা টাকা তুলতে বিভিন্ন শাখায় ভিড় করেন। প্রত্যাশার চেয়ে কম টাকা পেলেও কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে গ্রাহকদের মধ্যে, কারণ গত সপ্তাহে তাদের অনেককেই খালি হাতে ফিরে যেতে হয়েছে।

সাদেক হোসেন নামের একজন গ্রাহক ৩০ হাজার টাকা তুলেতে রোববার দুপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখায় যান। কিন্তু ব্যাংক থেকে বলা হয়, তাকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়া যাবে।পরে ১০ হাজার টাকা তুলে সাংবাদিকদের তিনি বলেন,তাও ভালো, অল্প হলেও টাকা পাওয়া গেল। গত সপ্তাহে চেক নিয়ে এসেছিলাম, তখন টাকা দিতে পারে নাই।

গ্রাহকদের এই দুর্ভোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও অপারেশন ম্যানেজার শফিকুল আলম বলেন, “আগের ব্যবস্থাপনায় নানা রকম দুর্নীতি হয়েছে। তাই ব্যাংকে টাকার সংকট। এই সংকট কাটিয়ে উঠতে অন্য সবল ব্যাংকের কাছে আবেদন করা হয়েছে। আশা করা যাচ্ছে গ্রাহকের চাহিদা মোতাবেক টাকা দেওয়া যাবে।

ব্যাংকে গেলে বলে টাকা নাই। তবে আজ ৩০ হাজার টাকা তুলতে পেরেছি। এভাবে আস্তে আস্তে দিয়ে দিলেও আমার জন্য ভালো।ব্যাংকটির দিলকুশার প্রিন্সিপাল শাখার ম্যানেজার মো. মোতাল্লেবের বলেন, “ফান্ড পাওয়া যাচ্ছে। টাকা দেওয়া যাচ্ছে গ্রাহকদের। আশা করা যাচ্ছে সামনে চাহিদা অনুযায়ী ফান্ড পাওয়া যাবে। সকল গ্রাহকের টাকা পরিশোধ করা হবে।

তারল্য সংকটে ভুগতে থাকা ছয় দুর্বল ব্যাংককে গত সপ্তাহে মোট ১ হাজার ৬৪০ কোটি টাকা ঋণ দিয়েছে তুলনামূলক সবল তিন ব্যাংক।ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংককে ওই তহবিল যুগিয়েছে সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক।

এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ৩৭৫ কোটি টাকা দিয়েছে সোনালী ব্যাংক। আর সোশ্যাল ইসলামী ব্যাংক মোট ৩০০ কোটি টাকা পেয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক ২০০ কোটি এবং ডাচ বাংলা ব্যাংক ১০০ কোটি টাকা দিয়েছে।

ক্ষমতার পালাবদলের পর ব্যাংক খাতের অনিয়মের চিত্র সামনে আসে। বিশেষ করে চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গ্রুপ এস আলম ইসলামী ধারার এসব ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে রেখে নামে-বেনামে ঋণ নিয়ে আত্মসাৎ করেছে বলে অভিযোগ ওঠে।

যে ব্যাংকগুলো তারল্য সহায়তা পাচ্ছে, সবগুলোতে ইতোমধ্যে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছাড়া বাকি ছয়টি ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট রাষ্ট্র ক্ষমতার পালাবদলের পর আর্থিক খাতের নেতৃত্বেও পবির্তন আসে। শুরুতে ইসলামী ব্যাংককে ‘এস আলম মুক্ত’ করার দাবিতে আন্দোলনে নামেন কর্মীরা। পরে অন্য ব্যাংকগুলোতেও আন্দোলন শুরু হয়।আন্দোলনের মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তারলুকদারসহ ডেপুটি গভর্নর, আর্থিক গোয়েন্দা সংস্থার প্রধান ও পলিসি উপদেষ্টা পদত্যাগ করেন।বদলে যাওয়া পরিস্থিতিতে অগাস্টেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব নেন আহসান এইচ মনসুর। তিনি দায়িত্ব নেওয়ার পর ইসলামী ধারার শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংক থেকে নগদ অর্থ দেওয়া বন্ধ করে দেন।

এরপর ইসলামী ধারার ব্যাংকগুলোতে শুরু হয় তারল্য সংকট। পরিস্থিতি এমন হয় যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা ২০ হাজার টাকাই তুলতে পারছিলেন না।এই রকম পরিস্থিতি তৈরি হয় গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকেও। বাংলাদেশ কমার্স ব্যাংকও তারল্য সংকটে পড়ে।

এ পরিস্থিতিতে গভর্নর সবল ব্যাংক থেকে দুর্বল ব্যাংকের নগদ টাকা ঋণ নেওয়ার বিষয়টি অনুমোদন করেন। এরপর সবল ১০ ব্যাংক তারল্য সহায়তা দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সম্মতি দেয়।

বাংলাদেশ ব্যাংকের সরকারী মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিক সাংবাদিকদের বলেন, “আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। আবেদন যাচাই বাছাই করে সামনে আরও ব্যাংককে এ সহায়তা দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ওস্তাদ হাসান আলী খান স্মরণে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলি: লায়ন শাকিল ও সহযোগী আরিয়ান ভারতের সীমান্তে আটক

নওগাঁ -২ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জোহার পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বিয়ে করেছেন

বলিউডে সালমান খান ও আল্লু অর্জুন কার জনপ্রিয়তা বেশি

অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েম এখন সময়ের দাবি: নুরুজ্জামান লিটন

খালেদা জিয়ার লন্ডন নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত

রাজশাহীতে প্রাসাদসদৃশ পরিত্যক্ত স্হাপনার সুড়ঙ্গ নিয়ে সৃষ্টি হয়েছে কৌতুহল

ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটায় ৭০ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালত

১০

ওসমানীনগরে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি স্ব্যাস্থ সেবা হুমকির মুখে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

১১

কোম্পানির ৭১ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়েছেন কোটচাঁদপুরের আব্দুর রহিম

১২

নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির নির্বাচনে সভাপতি আনোয়ার সম্পাদক মোস্তফা

১৩

সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া বিএনপি’তে যোগ দিয়েই ধানের শীষের মনোনয়ন পেলেন

১৪

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

১৫

কৃষক প্রশিক্ষণ ও জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ অনুষ্ঠান

১৬

বেগম খালেদা জিয়া’কে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে 

১৭

আজ ভোরে আবারও বাংলাদেশে মৃদু ভুমিকম্প , উৎপত্তিস্হল নরসিংদী

১৮

ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়

১৯

বেগম জিয়ার চিকিৎসায় এভার কেয়ার হাসপাতালে চীনের চার বিশেষজ্ঞ চিকিৎসক 

২০

Design & Developed by BD IT HOST