
মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল ঘাটাইল উপজেলা অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
০৩ ডিসেম্বর ২৫ ঘাটাইল উপজেলার ১৩ নং লক্ষিন্দর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পিপলস পোল্ট্রি ফার্ম সংলগ্ন সিদ্দিকখালী রোডে অবৈধভাবে মাটি কর্তনের কারণে মো: সাত্তার মিয়া নামক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুসারে ৭০ হাজার (সত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান
এ সময় জব্দকৃত মাটি স্থানীয় সলিং বাজার জামে মসজিদ কমিটির নিকট হস্তান্তরের জন্য নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান বলেন, অবৈধ মাটি কাটার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST