
জামালপুর থেকে মোঃ রাসেল রানাঃ
জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের ফৌজদারি মোড়ে জামালপুর সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মামলার ভিকটিম হিসেবে সড়ক দুর্ঘটনায় আহত নওশাদকে ব্যবহার করে বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব ও জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মোঃ আরজু আকন্দসহ আট জন সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, দলিল লেখক, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকসহ প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর সিটি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ও দৈনিক জামালপুর দিনকাল-এর প্রধান সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেল, দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক সাইদ পারভেজ তুহিন, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সদর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ ইকবাল আকন্দ, বাংলাদেশ কংগ্রেসের জেলা আহ্বায়ক ও মাসিক ‘শুভসময়’ পত্রিকার প্রকাশক-সম্পাদক আবু সায়েম সা’আদাতুল করিম, দলিল লেখক আরিফুজ্জামান আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ মহল সড়ক দুর্ঘটনার ঘটনাকে ‘হামলার’ ঘটনা বানিয়ে নিরীহ সাংবাদিক ও দলিল লেখকদের হয়রানি করতে মিথ্যা মামলা দিয়েছে। তারা অবিলম্বে মামলাটি বাতিলের পাশাপাশি আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা জাহিদুল হক সেলিম এবং তার সহযোগী রাশেদুল হাসান নওশাদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত মেনে না নিলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে মুঠোফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলহাজ্ব মোঃ আরজু আকন্দ বলেন, “আমাদের সম্পৃক্ত করে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় আমি বিস্মিত ও মর্মাহত। প্রশাসনের কাছে দাবী—সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের মুখোশ উন্মোচন করতে হবে এবং আমাদের ওপর দেওয়া মিথ্যা মামলাটি অবিলম্বে বাতিল করতে হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST