
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে জাল সার্টিফিকেট তৈরির চক্রের সন্ধানে নগরীর চাষারা সমবায় মার্কেটে অভিযান চালিয়েছে র্যাব। এসময় মার্কেটের চতুর্থ তলায় স্কাইনেট আইটি নামে একটি কম্পিউটারের দোকানে জাল সার্টিফিকেট তৈরির সময় দোকান মালিকে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দোকান মালিক আব্দুল্লাহ আল মামুনকে জাল সার্টিফিকেট বানানোর দায়ে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট বানিয়ে জালিয়াতি করে আসছিলো- এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা পরিচয় গোপন করে ওই দোকানটিতে সার্টিফিকেট বানাতে যায়। এসময় জাল সার্টিফিকেটটি বানানো হলে তখন মামুনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়।
সিলেটে পাথর লুটে জড়িতদের তালিকা প্রকাশ করল দুদক
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST