
মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ ঘাটাইল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মাওঃ রেজাউল করীম এর নেতৃত্বে মটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
৬ নভেম্বর বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটাইল শাখার আয়োজনে কদমতলী থেকে কয়েকশত মোটরসাইকেল নিয়ে শোডাউনটি ঘাটাইল উপজেলার বিভিন্ন জায়গায় সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সহ সভাপতি – মাওলানা মুহাম্মদ আলী। ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক–মাওলানা ফয়সাল আহমাদ, টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সদস্য–মুফতি সাইফুল ইসলাম।
মটর শোডাউনে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। সংসদ সদস্য প্রার্থীর দোয়া ও বক্তব্যের মাধ্যমে মোটরসাইকেল শোডাউন শেষ হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST