
মোঃ নিশাদুল ইসলাম নিশাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম রেল পথের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র আশুগঞ্জ রেলস্টেশন একটি ‘বি-গ্রেড’ স্টেশন। প্রতিদিন হাজারো যাত্রী চলাচল করলেও স্টেশনে দীর্ঘদিন ধরে কোনো পুলিশ ফাঁড়ি ছিল না। ফলে চুরি, টিকিট কালোবাজারি, প্ল্যাটফর্মে বিশৃঙ্খলা, নারীদের নিরাপত্তাজনিত সমস্যা এসব বিষয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের।
তবে সেই সব অভিযোগের অবসান ঘটিয়ে বহু বছর পর আশুগঞ্জ রেলস্টেশনে একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুমোদন দিয়েছে রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার। রোববার (১৬ নভেম্বর) দুপুরে রেলওয়ে পুলিশের ডিআইজি, অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মো. জিল্লুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন বিষয়টি জানা যায়। তবে গত ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) চিঠির অনুমোদন দেয়া হয়েছিলো।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST