
ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় কম্বলসহ একটি সিএনজি করেছে পু'লি'শ। সোমবার (২৫ আগস্ট) দুপুরে গো'প'ন সং'বা'দের ভিত্তিতে এ অ'ভি'যা'ন পরিচালনা করা হয়। এসময় সিএনজিতে থাকা দুই নারী ও চালককে গ্রে'ফ'তা'র করা হয়। গ্রে'ফ'তা'র'কৃ'ত'রা হলেন রাশিদা (৩৫), স্বামী আরমান, গ্রাম সরকারবাড়ি, থানা ময়মনসিংহ সদর; মোছাঃ দিনা (২৫), স্বামী রুবেল মিয়া, গ্রাম পাটগুদাম, থানা ময়মনসিংহ; এবং সিএনজির চালক মোঃ এনামুল মিয়া (৩১), পিতা রেনু মিয়া, গ্রাম শ্যামপুর, থানা মোহনগঞ্জ, জেলা নেত্রকোনা। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজ্জামেল হোসেন জানান, গো'প'ন সং'বা'দে'র ভিত্তিতে পুলিশ অ'ভি'যা'ন চালিয়ে সিএনজি থেকে অ'বৈ'ধ'ভা'বে আমদানি করা ভারতীয় ২২টি কম্বল জ'ব্দ করে। এ ঘটনায় ধোবাউড়া থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষ'ম'তা আইনে ২৫B(1)(b)/25D ধারায় একটি মা'ম'লা দায়ের করা হয়েছে।
Developed by BDITHOST