
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার রামরায়পুর গ্রামের জয়নাল আবেদিন তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি নিজ পরিবার ও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জয়নাল আবেদিন জানান, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে তার বাড়িতে ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা তিনটি মোটরসাইকেল ও একটি ভটভটি যোগে ঘটনাস্থলে আসে।
তিনি অভিযোগ করেন, এই হামলার মূল নেতৃত্বে ছিলেন আবদুল হাকিম, তার ছেলে মিলন, আবদুল খালেক, তার ছেলে জোসেফ, নুর ইসলামসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি।
সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST