
মোকছেদুল ইসলাম,নওগাঁ,প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলার পূর্ব নন্দনপুর এলাকায় বিশেষ অভিযানে দুই চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০/৭-এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় দুইজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় টহলদল।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ রইহান (২৩), পিতা মোঃ সাইদুর রহমান, গ্রাম মঙ্গললিয়া;মোঃ আবু হানিফা (২২), পিতা মোঃ গোলাম মোস্তফা, গ্রাম রঘুনাথপুর;উভয়ের ঠিকানা: পোস্ট রঘুনাথপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁ।
বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, এবং জব্দকৃত মালামালসহ তাদের থানায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস, বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST