
রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, “ভোট একটি পবিত্র আমানত। তাই আমরা যাকে-তাকে ভোট দিতে পারি না। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েমে ইসলামী দলকে বিজয়ী করা সময়ের দাবি।”
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দুর্গাপুর ফাজিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আলেম সমাজের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলার মানুষ ন্যায়, শান্তি ও উন্নয়নের জন্য ইসলামপন্থী শক্তির প্রতিই আস্থা রাখছে। একটি শান্তিময় ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আলেম সমাজকে সামনে থেকে ভূমিকা রাখতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব। সঞ্চালনা করেন উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি ড. সেলিম রেজা খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য রেজাউর রহমান। দারস পেশ করেন মাওলানা এফএম ইসমাইল আলম আল হাছানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা উলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. শহীদুল ইসলাম।
এছাড়া আসন কমিটির পরিচালক অধ্যাপক মিনহাজুল ইসলাম, উপজেলা আমির মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আবু তালেব, মাওলানা আক্কাস আলী, মাওলানা আব্দুল জব্বারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে শান্তি, ন্যায় ও স্থিতিশীলতার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST