
মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার অফিসার ইনচার্জের রুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে যানজট নিরসনে অফিসার ইনচার্জ ভালুকা তার চেম্বারে বসে যানজটের দৃশ্য দেখতে পারবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। প্রসঙ্গে ভালুকা থানার অফিসার ইনচার্জ জনাব হুমায়ুন কবির জানান অদূর ভবিষ্যতে ভালুকা সিডস্টোর ও হবিরবাড়ী সিসি ক্যামেরার সাহায্যে নিয়ন্ত্রণ করা হবে। ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা একটি শিল্প সমৃদ্ধ উপজেলা। উপজেলায় অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এটি ঢাকার নিকটবর্তী এলাকা। শিল্প সমৃদ্ধ হাওয়ায় এখানে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অনেক দূর থেকে লোকজন এসে বিভিন্ন শিল্প-কারখানায় কাজ করছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করছেন ভালুকা থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। তিনি ভালুকায় যোগদান এর পর থেকে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। বিভিন্ন স্থানে তিনি মাদক বিরোধী অভিযান চালিয়েছেন। তিনি বলেন এলাকার লোকজন, শিল্প কারখানার মালিক, শ্রমিক সকলকে নিয়ে শান্তিপূর্ণ ভালুকা প্রতিষ্ঠা করতে চাই। যেহেতু আমি পুলিশ অফিসার, তাই এই এলাকার জনগণের জান মালের নিরাপত্তা প্রদানের দায়িত্ব আমার।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST