
নিজস্ব প্রতিবেদক:
গত ১০ই নভেম্বর অনুষ্ঠিত হলো বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও লেখক জ্যাম্বস্ কাজল এর জন্মদিন। অন্যসব পরিচালক তারকাদের থেকে আলাদা এক উদাহরণ স্থাপন করলেন তিনি — নিজের জন্মদিন উদযাপন করলেন এতিম ও দুস্থদের মাঝে।
এতিম ও দুস্থদের মাঝে আনন্দ ভাগাভাগি, খাদ্য বিতরণে মেতে উঠলেন এই গুণী নির্মাতা জন্মদিনে তিনি বাদ এ’শা ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত এলাকার এক মাদ্রাসায় এতিম শিশু বাচ্চা এবং গণ্যমান্যদের নিয়ে দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করেন তামিম রহমান নামের তার এক ভক্ত শুভাকাঙ্ক্ষী সহ বিশিষ্ট অভিনেত্রী এবং লেখিকা প্রিন্সেস বিউটি । যেখানে অংশ নেয় অসংখ্য এতিম শিশুবাচ্চারা। সাধারণত সমাজের নানা আনন্দ অনুষ্ঠান থেকে বঞ্চিত এই শিশুরা সেদিনের ক্ষণিকের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা সবাই।সেই মুহূর্তে তাদের মুখে হাসিই ছিল পরিচালকের সবচেয়ে বড় পাওয়া। পিতা-মাতাহারা পরিচালক সাহেব সে মুহূর্তে হয়ে ওঠেন ঠিক সেই বাচ্চা শিশুদের মতো চঞ্চল। তাদের সকলের সাথে আনন্দটুকু ভাগাভাগি করতে পেরে জ্যাম্বস্ কাজল আবেগ আপ্লুত হয়ে পড়েন!
অনুষ্ঠান শেষে জ্যাম্বস্ কাজল ঢাকার কচুক্ষেত,পুল পাড়,ইব্রাহিমপুর এলাকায়, বিশেষ করে ফুটপাত ও ফুটওভার ব্রিজে আশ্রয় নেওয়া অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন।সারাদিন না খেয়ে থাকা অভুক্ত মানুষগুলোর হাতে যখন জ্যাম্বস্ কাজল নিজ হাতে খাবার পৌঁছান, তখন তাদের শুক্নো ও মলিন মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।
এসময় জ্যাম্বস কাজল বলেন-
“জন্মদিন মানে শুধু নিজের পরিচিত বড়লোক ও ধন্যাঢ্য বন্ধুবান্ধবদের নিয়ে আনন্দ ফুর্তি এবং মোজ মাস্তিই নয়, সমাজের অসহায় ও অবহেলিত অন্য সকল মানুষের মুখে হাসি ফোটানোও আনন্দের। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই জীবনের প্রকৃত সুখ।”
তার এই মানবিক উদ্যোগে শিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে প্রশংসার জোয়ার দেখা গেছে। অনেকেই বলছেন, জ্যাম্বস্ কাজল শুধু চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপন নির্মাতায় নন, বাস্তব জীবনেও এক অনুপ্রেরণার নাম।
উল্লেখ্য, এই নির্মাতা পরিচালকের “অবক্ষয়” নামের তারকাবহুল চলচ্চিত্রটি বর্তমানে সেন্সরে জমা হওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পারিবারিক,সামাজিক,মানবিক,নৈতিক এবং রাষ্ট্রীয় অবক্ষয় গুলোকে চিহ্নিত করে গড়ে উঠেছে জ্যাম্বস্ কাজলের অবক্ষয় ছবির পরিচ্ছন্ন কাহিনী চিত্র। যা পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে একসাথে উপভোগ্য। তাই দেশের সকল সিনেমা প্রেমী দর্শক, প্রদর্শক এবং হল মালিকদের সহযোগিতায় অবক্ষয় মুভিটি হয়ে উঠতে পারে জাতির নিত্য নৈমিত্তিক জীবনে ঘটে যাওয়া অবক্ষয় নামক অভিশাপ গুলো থেকে পরিবার সমাজ সংসার এবং রাষ্ট্রের মুক্তির অনুপ্রেরণা এবং দিকনির্দেশনা।জ্যাম্বস্ কাজলের জন্মদিনে দৈনিক অভিযোগ বার্তা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST