
অভিযোগ বার্তা ডেস্কঃ
তুহিনুর রহমান তুহিন সংগ্রামী সদস্য সচিব— জাতীয়তাবাদী যুব দল, মানিকগঞ্জ জেলা শাখার স্লোগান মাষ্টার হিসেবে যার পরিচিতি জেলার মানুষের কাছে।
তুহিনুর রহমান তুহিন মানিকগঞ্জ জেলার জাতীয়তাবাদী রাজনীতির এক প্রাজ্ঞ, পরিচ্ছন্ন ও দৃঢ়চেতা সংগঠক। তিনি শুধু নামে নয়, কর্মে-নিষ্ঠায়, নেতৃত্বগুণে এবং জনগণের ভালোবাসায় একজন পরীক্ষিত ও প্রমাণিত নেতৃত্ব সেই সাথে জেলার যুবকদের ভরসার আশ্রয়স্হল সেই হিসেবে মানিকগঞ্জ জেলার যুব কন্ঠ নামে পরিচিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী হয়ে তিনি দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে রাজনীতি করে গেছেন নিরলসভাবে। তৃণমূলকে সংগঠিত, সচল ও কার্যকর করার লক্ষ্যে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন জাতীয়তাবাদী যুব দলের মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব হিসেবে।
তার রাজনৈতিক জীবন শুধু পদ-পদবির মাঝে সীমাবদ্ধ নয়—তিনি সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্রের সুরক্ষা এবং সংগঠনের শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবসময় ছিলেন প্রথম সারিতে।
সাংগঠনিক দক্ষতা, মানবিকতা, আর আত্মত্যাগে বিশ্বাসী এই নেতা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আস্থাভাজন একজন সহযোদ্ধা।
মানিকগঞ্জের রাজনৈতিক পরিমণ্ডলে যুবকদের আস্হার মানুষ জেলা যুবদলের সদস্য সচিব যুবকন্ঠ মোঃ তুহিনুর রহমান তুহিন আজ একটি প্রতীক—তিনি জাতীয়তাবাদী আন্দোলনের ধারক-বাহক, তরুণদের অনুপ্রেরণা এবং দেশপ্রেমের অটল কণ্ঠস্বর।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST