
জামালপুর থেকে রমজান আলীঃ
আজ ১৫ নভেম্বর বেলা ১২ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রফিকুল হকের বিদায় ও নব্য যোগদানকারী ডাঃ মোঃ আহসান হাবীবের যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জামালপুর জেলার দক্ষ সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
নব্য যোগদানকারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিভিন্ন পর্যায়ের ডাক্তারগণ বক্তব্য রাখেন ও বিদায় ও যোগদান কৃত ডাক্তারদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST