
নিজস্ব প্রতিনিধি: ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন আহমেদের কার্যালয়ে সদর উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফরহাদনগরের কেএম হাটে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলা হয়। জানা গেছে, যুবদল নেতা শাহাদাত বিকেলে ৪০-৫০ জন নেতাকর্মী নিয়ে বাজারে মহড়া দেন। পরে তাঁর উপস্থিতিতে সেখানকার রোকেয়া মার্কেটের দ্বিতীয় তলায় জিয়া উদ্দিনের কার্যালয়ে ভাঙচুর করেন ফরহাদনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজহারুল ইসলাম বাবলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাইদুর রহমান মিলনসহ কয়েকজন। তাঁরা দেয়ালে টাঙানো জিয়া পরিবারের ছবি ছিঁড়ে ফেলেন এবং অফিসে থাকা প্রায় ৫০টি চেয়ার নিয়ে যান। ফরহাদ নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল কর্মী আজিজুল হক...
Developed by BDITHOST