
বিপ্লব বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।অথচ রাজবাড়ী শহরের প্রাণ কেন্দ্র বড়পুল বাস স্টান্ডের পাশের পূজা মণ্ডপের কয়েকটি প্রতিমা ভেঙে ফেলা হয়েছে।তবে রাজবাড়ী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক কিছুই জানেন না! জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে রাজবাড়ী শহরের প্রাণ কেন্দ্র বড়পুল বাস স্টান্ড এলাকায় বাস মালিক সমিতির পক্ষ থেকে দুর্গাপূজা হয়ে আসছে।রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় বাস মালিক সমিতির সভাপতি আত্মগোপনে রয়েছে। ফলে বাস মালিক সমিতির পক্ষ থেকে দুর্গাপূজা না হওয়ায় সরকার পরিবহনের মালিক কুঞ্জন সরকার নিউ উদ্যোগে পূজার কাজ শুরু করে।গত সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা মণ্ডপের কয়েকটি প্রতিমা ভেঙে ফেলে। তবে মণ্ডপ কমিটি, জেলা পৌর...
Developed by BDITHOST