
মানিকগঞ্জের সিঙ্গাইরে দীর্ঘদিন উৎ পেতে থেকে দুই মেয়ে সমকামীকে আটক করেছে এলাকাবাসী। পরে পরিবারের সহায়তায় দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সন্ধায় সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের সালেক উদ্দিনের মেয়ে রমেলা আক্তার সিমা (২৬) ও তার মহিলা স্বামী প্রিয়া চৌধুরী রিপা (৩৫) কে আটক করেন স্থানীয়রা। পরে উভয়কে বায়রা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান হায়দার হোসেনের কাছে নিয়ে আসলে তিনি স্থানীয় সাংবাদিকদের খবর দেন। পরে সাংবাদিকেরা ঘটনাস্থলে উপস্থিত হলে কথিত স্ত্রী সিমার মা ও বাবা নিজ দ্বায়িত্বে সিঙ্গাইর থানায় তাদেরকে হস্তান্তর করেন। সমকামী মহিলা প্রিয়া চৌধুরী (রিপা) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার খরগাও ৭ নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের সফর উদ্দিনের মেয়ে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, গত দুই বছর যাবৎ সমকামী মহিলা রিপা...
Developed by BDITHOST