
লাকী আক্তার,সিলেট থেকেঃ
সিলেটের দক্ষিণ সুরমায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর ছাগল চুরির ঘটনা। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকার ময়না মিয়ার স্কুলের সামনে থেকে একটি লাল বর্ণের ছাগল চুরি করে পালানোর সময় দুই যুবককে স্থানীয় পুলিশ ধরে ফেলে।
আটকরা হলো— পারভেজ (২০), পিতা- মৃত হেলক মিয়া, সাং ডুংশ্রী, ইউপি সিলাম, থানা- মোগলাবাজার, উপজেলা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট এবং দেলোয়ার হোসেন (২১), পিতা- ফয়জুল ইসলাম, সাং ডুংশ্রী, ইউপি সিলাম, থানা- মোগলাবাজার, উপজেলা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট।
তারা চুরি করা ছাগলটি সিলেট-থ-১২-২৫৬৬ নম্বরের একটি সিএনজি অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিলো। তবে বিকাল সাড়ে ৪.০০ ঘটিকার সময় দক্ষিণ সুরমার মার্কাস পয়েন্ট এলাকায় পৌঁছালে ট্রাফিক পুলিশ তাদেরকে ছাগলসহ আটক করে।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছাগল চুরির কথা স্বীকার করে।আটককৃত সিএনজিতে “সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট” নামের একটি স্থানীয় পত্রিকার স্টিকার লাগানো ছিল। তদন্তে জানা যায়, গাড়িটির মালিক ওই পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন।
এছাড়া সিএনজির কাগজপত্র ২০২০ সালের পর আর নবায়ন করা হয়নি।খবর পেয়ে মোবাইল ফোনে ডেবিল আবুল কাশেম রুমন, নিজেকে সাংবাদিক পরিচয়ে সার্জেন্টকে হুমকি দিয়ে সিএনজি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দক্ষিণ সুরমা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই চোরের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। অন্যদিকে সাংবাদিক পরিচয়ে গাড়ি ছাড়ানোর চেষ্টা এবং নবায়নবিহীন গাড়ি ব্যবহারের বিষয়টি নিয়েও তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST