• নেত্রকোণায় বিজিবি অভিযানে ১৪৯ বোতল ভারতীয় মদ জব্দ

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৪০:১৮ প্রিন্ট সংস্করণ

    নেএকোনা জেলা প্রতিনিধিঃ

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও যানবাহন জব্দ করেছে।

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

    এতে বলা হয় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কচুগড়া বিওপির একটি বিশেষ টহল দল মেইন পিলার ১১৭৯/১১-এস থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার মধুকুড়া এলাকায় অভিযান চালায়।

    অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ, ১টি মোটরসাইকেল ও ২টি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়।মাদক চোরাচালানের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, জব্দকৃত মদ ও যানবাহন নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST