
নিজস্ব প্রতিনিধি,ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি’র মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবিদ (৩২) নামে এক কর্মী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গৌরীপুর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি’র গৌরীপুর আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সমর্থনে একটি সভা চলছিল। এসময় উপজেলা বিএনপির আহবায়ক তাইবুর রহমান হিরনের অনুসারীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
সংঘর্ষে অন্তত ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহত মোহাম্মদ জামালউদ্দীন বলেন, “অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন।”এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST