
দৈনিক অভিযোগ বার্তার ৬তম প্রতিষ্ঠাবর্ষ উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সম্মাননা অনুষ্ঠান। স্টার অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান, মডেল তারকাদের অংশগ্রহণে ফ্যাশন শো, সংগীত পরিবেশনা, নৃত্য এবং কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে প্রতিষ্ঠানটি।
শনিবার(৮ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন বিকেল ৪টায় শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সংগঠনটির সাংবাদিক, সম্মানিত অতিথি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রাণবন্ত উপস্থিতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক অভিযোগ বার্তার প্রকাশক ও সম্পাদক এস এম ফিরোজ আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—খন্দকার আছিফুর রহমান তোতা, সিও স্টার বাংলাদেশ মিডিয়া ও চেয়ারম্যান বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।
স্বর্ণপদক প্রাপ্ত আবৃত্তিকার সবুজ রয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ চলচ্চিত্র নির্মাতা জ্যাম্বস কাজল, কালবেলার সাংবাদিক কাজল হাজরা, চলচ্চিত্র নায়িকা রেবেকা, নায়ক আমান রেজা,নায়িকা ক্যামিলিয়া মডেল নিগার দৌলা ও কন্ঠ শিল্পী এস এম শফিসহ আরও অনেকেই।

ছয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবে প্রতিষ্ঠানের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পাঠক-সেবার মানোন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, অভিযোগ বার্তা দীর্ঘদিন ধরে মানুষের দুঃখ-দুর্দশা, অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সাংবাদিকতা, সমাজসেবা, উদ্যোক্তা উন্নয়ন, সংস্কৃতি ও মডেলিংসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্টার অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST