চীনের এভিয়েশনে প্রবৃদ্ধি বেড়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

২০২৩ সালে চীনের এভিয়েশন শিল্প উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। পাশাপাশি বেড়েছে এ খাতের চাহিদা এবং প্রধান বিমানবন্দরের সংখ্যাও। শনিবার চীনের সিভিল এভিয়েশন প্রশাসন এ তথ্য প্রকাশ করে। সিভিল এভিয়েশনের প্রকাশিত তথ্যানুযায়ী, বার্ষিক যাত্রী পারাপারের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যাওয়া বিমানবন্দর গুলোর সংখ্যা ৩৮ টিতে পৌঁছেছে।

হংকং, ম্যাকাও এবং তাইওয়ান ছাড়া চীন জুড়ে বিমানবন্দরের সামগ্রিক সংখ্যা ২শ’ ৫৯ এ পৌঁছেছে। এই বিমানবন্দরগুলো সম্মিলিতভাবে প্রায় ১২৬ কোটি যাত্রী আনা-নেওয়া করেছে। একইসময়ে পারাপার করেছে প্রায় ১ কোটি ৭০ লাখ টন কার্গো।