দুর্গাপুরে মধ্যরাতে মুদি দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

রাজশাহী, রাজু আহমেদ
প্রকাশ: ২ মাস আগে

রাজশাহী দুর্গাপুর উপজেলায় গভীর রাতে একটি মুদি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি দোকান মালিকের।

বুধবার রাত্রি ১ টার টার দিকে উপজেলার নারকেল বাড়িয়া মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক হলেন- উপজেলার নারকেল বাড়িয়া গ্রামের আয়নাল হক এর ছেলে মেহেদী হাসান খোরশেদ(৩০)।

দোকান মালিক খোরশেদ বলেন, ‘রাত সাড়ে ১১ টার দিকে বাজারে বেচাকেনা করে নগদ ৭ হাজার টাকা রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে রাত ১টার দিকে জানতে পারি যে, আমার দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি দোকানের নগদ টাকা, ১টি ফ্রিজসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। ’

স্থানীয় গ্রাম পুলিশ তমিজ উদ্দিন বলেন, আগুন লাগার ঘটনা শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে দেখি দাউ দাউ করে সব জ্বলতে থাকে। এলাকাবাসীর সহোযোগিতায় ৪টি জেনেটার পাম্প দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত জানা সম্ভব হয়নি।

দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাহিনুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যেতে থাকি, মাঝ রাস্তায় এলাকাবাসীরা মুঠোফোনে আগুন নেভে যাওয়ার খবর দিলে আমরা ফেরত আসি।

  • অগ্নিকাণ্ড
  • দুর্গাপুর
  • মুদি দোকান
  • রাজশাহী