অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অপ্রতিরোধ্য বাংলাদেশ দল। গ্রুপপর্বে নিজেদের তিন ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন দলটি।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় শক্তিশালী অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ম্যাচে হারায় শ্রীলংকা নারী দলকে।
বুধবার যুক্তরাষ্ট্রকে ৪ উইকেটে ১০৩ রানে গুটিয়ে দিয়ে ১৫ বল আগেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
টানা তিন ম্যাচে অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।