মোঃআনোয়ারুল ইসলাম অপূর্ব।
জেলা প্রতিনিধিঃলালমনিরহাট।
প্রানঘাতি মাদকের ভয়াবহ ছোবলে যেন, ধ্বংস
হচ্ছে হাজারো তরুণ প্রজন্ম, মরনব্যাধি মাদকের ভয়াবহ অন্ধকারে
যেন নিমিষেই হারিয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম.
দেশের প্রত্যন্ত অঞ্চলের জেলা লালমনিরহাটের
আদিতমারী উপজেলার ১নংদূর্গাপুর ইউনিয়নে
দিন দিন বেড়েই চলছে বয়স্কদের তুলনায় কম
বয়সী তরুণদের মাদক সেবনের সংখ্যা।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০-১২বছর বয়সী তরুণ থেকে শুরু করে মধ্য
বয়সী এবং বয়স্করাও এসব মাদক সেবনে লিপ্ত
রয়েছে,
তারা আরও জানান যে,উক্ত ইউনিয়নের
৯টি ওয়ার্ডের মধ্যে ১,২,৩,৪নং ওয়ার্ডের গ্রাম গুলোর মধ্যে তুলনামূলক ভাবে মাদক বিক্রেতা
মাদক সেবীদের সংখ্যা সব চেয়ে বেশি হচ্ছে, নামাটারী বানিয়াটারী কুঠিরপাড় চওড়াটারী ক্যাম্পেরটারী সহ খোলা মেলা ভাবে প্রকাশ্য
দিবালোকে দূর্গাপুর বাজারে চলছে এসব মাদক সেবনের আড্ডা।
উক্ত এলাকায় বেশ কয়েকজন যুবক বাজারের অলি গলিতে বিভিন্ন রাস্তার মোড়ে বসে,মাদকদ্রব্য সেবন জুয়া খেলা সহ করছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ।
একই এলাকার স্থানীয়রা জানান তাদের এসব অসামাজিক কার্যকলাপে বাধা দিতে গেলে
তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকেন।
এই এলাকার শিক্ষক মুক্তিযোদ্ধা সন্মানি ব্যক্তি সহ আরও অনেকেই দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রশাসন মহলের ঊর্ধ্বতন কতৃপক্ষের কঠোর নজর দাবি করছি।
জুয়া কারবারি ও
মাদক সেবন কারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।
এই বিষয়ে আদিতমারী
থানার অফিসার ইনচার্জ জনাব মোঃমোজাম্মেল হক বলেন,মাদক এবং জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান পরিচালনা করে, দ্রুত জুয়া খেলা ও মাদক সেবনকারীদের আইনের আওতায় আনা হবে।