মীর শাহাদাৎ, পাবনা প্রতিনিধি:
আমিনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পুর্ন নিঃস্ব হয়ে গেছে ৫ টি পরিবার। অগ্নিকাণ্ডটি ঘটেছে আমিনপুর থানার রানীনগর ইউনিয়নাধীন শারিভিটা গ্রামে।
সরেজমিন পরিদর্শন ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময়ে শারিভিটা গ্রামের কাজী আব্দুল শুকুর (৬০) এর ঘরে বৈদতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরবর্তীতে আগুন তীব্র আকার ধারন করে মো:কাজী আব্দুল আউয়াল,কাজী ওমর হোসেন এর তিনটি ঘর ও ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। তবে স্থানীয়দের প্রাণান্তর চেষ্টায় মমিন ও ইসলাম শেখ এর ঘরের কিছু অংশ রক্ষা পেলেও যাবতীয় সম্পদ হাড়িয়ে একদম নিঃস্ব হয়ে গেছে ৫ টি পরিবার।
অগ্নিকাণ্ড নিঃস্ব কাজী আউয়াল এর স্ত্রী সামিরা নাসরিন বলেন, আমি একজন প্যারামেডিক্যাল ডাক্তার। বাড়িতেই রুগী দেখি ও ফার্মেসি পরিচালনা করি। আমার দোকানের মালামাল সহ সবকিছু শেষ হয়ে গেছে। আমার ২ ভাসুর, ২ প্রতিবেশীরও সবকিছু পুড়ে গেছে।
এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা সকলের সহযোগিতা কামনা করেন।