অন্যান্য

আলো ইয়াং এন্টারপ্রেনিয়র সামিট কুমিল্লা-২০২৩ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:১৭:১২ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা জেলা প্রতিনিধি আব্দুর রহমান সাঈফ। আলো যুব মহিলা কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়,আলো ইয়াং এন্টারপ্রেনার সামিট উদ্যোক্তা দেরকে নিয়ে মিলন মেলার মাধ্যমে মোটিভেশনাল ক্লাস ও লিডারশীপ। এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে দুইটি, ১/বেকারত্ব দূরীকরণ ২/ পলিথিনের বিকল্প ব্যবহার বৃদ্ধি করা। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক জনাব মোঃ সামসুজ্জামান,উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক,বঙ্গবন্ধু কারিগরি ও বানিজ্য কলেজ, রামপুরা ঢাকা। প্রথম শেসনে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা: আলমাসুর রহমান ন্যাশনাল লেকচারার,থিউসফিকেল সোসাইটি। ২য় শেসনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল হক,সম্পাদক,শিক্ষক পরিষদ কুমিল্লা সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আপন তিবরানী,প্রভাষক, ইংরেজি বিভাগ ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। দ্বিতীয় শেসনে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম হাসান (টগর) চেয়ারম্যান, হালিমা গ্রুপ। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল আলম (উপদেষ্টা) আলো যুব মহিলা কল্যান সংস্থা,উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন উম্মে হাবিবা শিপু,সভাপতি আলো যুব মহিলা কল্যাণ সংস্থা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST