ঢাকাTuesday , 21 March 2023
আজকের সর্বশেষ সবখবর

আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর উপলক্ষে দোয়ারাবাজার ইউএনওর সংবাদ সম্মেলন

admin
March 21, 2023 10:39 am
Link Copied!

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে দোয়ারাবাজার উপজেলার ৮৮ টি ঘর আগামী ২২ মার্চ হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মুর্শেদ মিশু সোমবার সকালে তাঁর কার্যালেয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ে (অবশিষ্ট) এবং চতুর্থ পর্যায়ে বিভিন্ন ইউনিয়নের ২৩ টিসহ মোট ৮৮টি পরিবারকে দুই শতক জমিসহ গৃহ প্রদান করা হবে। আগামী ২২ মার্চ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর প্রদান অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন। ওইদিন প্রধানমন্ত্রীর পক্ষে গৃহ প্রদান সনদ, কবুলিয়ত ও খতিয়ান উপকারভোগীর মধ্যে হস্তান্তর করা হবে। তিনি দোয়ারবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিত এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান,

দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সহসভাপতি আলাউদ্দিন, কামাল পারভেজ, সাধারণ সম্পাদক আশিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।