ঢাকাWednesday , 8 February 2023

এইচ.এস.সি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

admin
February 8, 2023 8:11 pm
Link Copied!

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;

 

প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফেল করায় আরফিন আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আটঘোরিয়া গ্রামে শিক্ষার্থীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত- আরফিন আক্তার আটঘোরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। তিনি ডিকে ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। গেদুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুর হক এর বরাতে জানান, মেয়েটির মা বাড়িতে নামাজ পড়ছিলেন। তার বাবা বাসায় ছিলেন না। এ সময় রেজাল্ট শোনার পর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটি এইচএসসিতে অকৃতকার্য হয়েছে। সে ক্ষোভ থেকে হয় তো আত্মহত্যা করেছে। পরে আর বিস্তারিত বলা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।