ঢাকাTuesday , 5 March 2024
আজকের সর্বশেষ সবখবর

এবার নিপুণের সহযাএী হতে পারে শাকিব খান

News Editor
March 5, 2024 11:22 am
Link Copied!

যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন সন্নিকটে চলে আসছে। আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এর আগে প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছেন তারকারা।

সবার মতো সংগঠনের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তারও ব্যতিক্রম নন। নির্বাচনী প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবারও ভোটের মাঠে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে যাচ্ছেন এই চিত্রনায়িকা। ২০২২-২৩ মেয়াদে যাকে অনেক কাঠখড় পুড়িয়েই প্রতিদ্ব›দ্বী প্যানেলকে হারাতে হয়েছে। সেও সরাসরি নির্বাচনের মাধ্যমে নয়। আইনের আশ্রয় নিয়ে। তবে বারবারই তো আইনের আশ্রয়ে এমন আসন গ্রহণ করা যাবে না। এবার লড়াই হবে নির্বাচনের ময়দানেই। অবশ্য বিগত মেয়াদে নিপুণ তার আচার-আচরণ ও ভালোবাসা দিয়ে নিজের ইমেজ অনেকটাই গ্রহণযোগ্যতার পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছেন। তারপরও যেহেতু এবার ডিপজল-মিশা মিলে একটা শক্ত প্যানেল দাঁড় করাতে যাচ্ছে সেটাও বুঝেই হয়তো নিপুণ এবার ঠিক করে রেখেছেন তার প্যানেলে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে আসবেন।

এখন এই নায়ককে নিয়েই প্যানেল সাজাতে চাইছেন নিপুণ। বিষয়টি নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক অমিত হাসান। সম্প্রতি শিল্পী সমিতির বনভোজনে গিয়ে এই নায়ক বলেছেন, তিনি যখন সাধারণ সম্পাদক ছিলেন তখন শাকিব খান সভাপতি ছিলেন। তাই আসন্ন নির্বাচনে শাকিবকে আনার চেষ্টা করা হচ্ছে।

অমিত হাসান বলেন, আমি নিপুণের প্যানেল থেকে নির্বাচন করছি এটা সত্য, কোন পদে নির্বাচন করব এটা আমার ফাইনাল করা হয়নি। আশা করছি তিন থেকে চারদিনের মধ্যে আমি ঘোষণাটা দিয়ে দেব।

শাকিবকে প্যানেলে আনার চেষ্টা প্রসঙ্গে বলেন, আমরা সুন্দর একটি প্যানেল করার চেষ্টা করছি। আমরা শাকিবকে আনার চেষ্টা করছি। সবকিছু মিলিয়ে কী হয় আপনারা জানতে পারবেন। ওই সময় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিশার বিরুদ্ধে জয়লাভ করেছিলাম।
এর আগে শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন শাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিনবার তিনি সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে এবারের নির্বাচনে আরেকটি প্যানেলে থাকছেন ডিপজল ও মিশা সওদাগর। তবে কে কোন পদের জন্য লড়বেন তা এখনো চ‚ড়ান্ত নয়। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেবেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।