আশরাফুল ইসলাম রাজন,কটিয়াদী (কিশোরগঞ্জ)
সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের কৃষক জাহাঙ্গীর মিয়ার জমির ধান কেটে গোলায় তুলে দেন উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দরা। মঙ্গলবার ৩ মে সকাল ১১ টায় এই কর্মসূচি পালিত হয়েছে।
ধান কাটা উৎসবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মদ,কটিয়াদী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, সিনিয়র সদস্য নুরুল হক রুহানি,কৃষক লীগ নেতা নজরুল ইসলাম, সদস্য শামীম আহমেদ, সদস্য সোহেল মিয়া,কৃষক নেতা বাবুল মাস্টার,সদস্য রফিকুল ইসলাম রফিক, মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিয়ামতউল্লাহ খান,মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম, সাবেক এ,জি,এস রুহুল আমিন রেনু,জালালপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি পদপ্রার্থী হারুনর রশীদ,সাধারণ সম্পাদক পদপ্রার্থী মতিউর রহমান,মসুয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া,ইনু মিয়া সহ অনেকেই।
নেতৃবৃন্দরা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বদাই সচেষ্ট আছি। যে কোনো দুর্যোগে কৃষকলীগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।