মোঃ কাফি হাসান বশার মোল্লাহাট বাগেরহাট
কচুড়িয়া খাঁ বাজার এখন আর আগের মত নাই , ছোট-বড় , কাচা-পাকা দোকান অনেক আছে ভাই । এ বাজারে হিন্দু-মুসলিম ,উচু-নীচু কোনো ভেদাবেদ নাই , এ বাজার সকলের প্রানের বাজার জানিয়ে দিতে চাই । কচুড়িয়া,আড়ুয়াডিহি,কালোনী চিলনী কত জায়গার তরতাজা তরকারি আর মাছ বিভিন্ন স্থানের ক্রেতা-বিক্রেতা কিনতে আসে রোজ । হায়দার শেখের আল্লাহরদান ষ্টোর মুদি মালে ভরা নাগদের চেয়ে বাকি বেশি কাস্টমার ফিরে যায়না । পাশে আছে বন্ধু ফার্মেসী ডাঃ কাফি হাসান বশার(DMA) ভাই প্রাথমিক চিকিৎসায় এলাকাবাসির সেবা করতে চায় । এ বাজারের ওমর আর কাকলি খালায় ঝগড়া আর ভাঙ্গা-গড়ার মধ্যে দিয়ে চা কিন্তু দারুণ বানায় । মাহাজন বাড়ির সেলিম রেজা ভোলা কাকা এ বাজারের কপি উদ্যোক্তা । পাশের বাড়ির ওহাব কাকা চা নাখেয়ে সে কাজে যায়না । সুকুর খাঁর মুদি দোকান লেখা পড়া জানেনা কারেন্ট থাকবে, কার্টুন দিয়ে বাতাস খাবে কিন্তু ফ্যান ঘুরবে না । এ বাজারের সবাই বলে লিটন শেখের চা নাকি ভালো চলে । আউব খাঁ যে দোকানে বসে গানের সাথে তাল ধরে সে । শিহাব শরীফের মুদি খানা নব-যাত্রা শুরু করে। তৌকির শেখের পরাটার দোকানে প্রভাতে বিশাল ভীর পরে । কুটিমিয়ার চায়ের দোকানে মুরাব্বিরা বেশি বসে । ছোট শেখের কাঁচামালের ব্যাবসায় খুব বেশি উন্নত হয়েছে । তার পাশে ইসলাম শেখ-ভাঙ্গারী ব্যাবসা করে অদূরেই কুদ্দুস ম্যাকার টিভি ফ্যান লাইট সারে। পাশের রুমে অফিস নিয়ে যুবকেরা বসে, সালমান মীরের টি স্টলে চা খেতে সবাই আসে। ঠান্ডা খাঁ বউ ছেড়ে ,এ বাজারে ঘোরে । এ বাজারে ছত্তার খাঁ,সোহেল শেখ ও সবুজের কিছু দোকান খালি পরে আছে ,ব্যাবসার জন্য ভাড়া হবে কেউ চাইলে নিতে পারে । আহম্মাদউল্লাহর দাওয়াখানা এ বাজারে আছে, ভাঙ্গা হাড় জোড়া লাগে চব্বিশ ঘন্টাতে । পাশে আছে দর্জির দোকান রবিউল ইসলাম বসে । হাসিব খানের মুদিদোকানে সব সময় গানবাজনা বাজে, তবে প্রতিবন্ধি স্বামী-স্ত্রি বেচা কেনা করে । গোস্ত ভান্ডারে আউব শেখ অবসারে আছে, সেই দোকানে ইউনুচ ও আব্দুল কাদের জুতা সেন্ডেল বিক্রি করে । আব্দুল খাঁর মুদি খানাতে চাল, ডাল সবই আছে, একই দোকানে বাপ বেটা মিলে মিসে বসে । আব্দুর জব্বারের ইলেকট্রনিক্স দোকানে ভ্যান,সাইকেল ও কারেন্টের মাল বেছে , বেকা ত্যাড়া ভ্যান সাইকেল মোহাম্মাদ মোল্লা সারে । খোকন শেখ মধ্যে বাজারে ঝালমুড়ি বেছে, হাসান মোল্লার আ্যালোবেরাজুস বিভিন্ন রোগের মহা ঔষধ । লতিফ মোল্লা ও ঠান্ডা মোল্লা দুই ভাইয়ে মিলে দোকানেতে কি উঠাবে শুধু পরিকল্পনাই করে । এবাজারে মিঠু মীরের মুদিখানা আছে, দোকানেতে বসে আবার চা-কপি বিক্রি করে । এবাজারে হাসাদ শেখ শেওলার মত ভাসে, একটা চা বিড়িরর জন্য কতো কথা-ইনা শোনে । খাঁ বাজার সংলগ্ন কলেজ মোড়ে ইন্জিনিয়ার মার্কেটে-ইট,বালু সিমেন্ট, ও মাছের খাবার বাপ্পি মিল্টন খুচরা পাইকারি বেছে । খাজনা মুক্ত খাঁবাজারের কথা আর কিছু লিখলাম না , এ বাজারে আসতে কেউ ভূল করবেন না। আমরা সবাই সবার পাসে আছি, সমস্ত বাজার নিয়ন্ত্রন করে আঃ ছত্তার খাঁ ।