ঢাকাMonday , 22 May 2023
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১৩৯পিচ ইয়াবাসহ আটক-০২

News Editor
May 22, 2023 9:45 pm
Link Copied!

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২২ মে ২০২৩ ইং তারিখ দুপুর ০২:৪০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন চৌড়হাস ফুলতলা এলাকায়’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৩৯ পিচ ইয়াবা যার মূল্য আনুমানিক ৬৯,৫০০/-(উনসত্তর হাজার পাঁচশত) টাকাসহ ০২ জন আসামি ১) মোঃ আলফাজ (২৫), পিতা-মোঃ মাসুদুল হক এবং ২) মোঃ মুন্না (৩৮), পিতা-আব্দুল কুদ্দুস, উভয় সাং-আডুয়াপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব উল্লেখ করেন, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।