ঢাকাThursday , 23 March 2023
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

admin
March 23, 2023 6:31 pm
Link Copied!

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে লিটন নামে এক যুবকের বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকালে শহরের পিয়াতলার মুক্তিপুকুর নামক এলাকায় শিশু ধর্ষণের এ ঘটনা ঘটেছে। শিশুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। শিশুর স্বজনরা জানান. মঙ্গলবার বিকালে কুষ্টিয়া হাউজিং এলাকায় বাণিজ্যমেলা দেখার কথা বলে বাসা থেকে নিয়ে যায় পরিচিত ওই যুবক। মেলা দেখার পর শিশুটিকে আইসক্রিম খাওয়ার প্রলোভন দিয়ে ফাঁকা বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ধর্ষণকারী ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন শিশুটির পিতা। এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তবে শিশুটির শঙ্কামুক্ত। কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, অভিযুক্ত ধর্ষককে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।