• গাজিপুরের বিএনপির ১১ নেতাকর্মী আশুলিয়ায় আটক

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:১০:১১ প্রিন্ট সংস্করণ

    মোঃ সোহাগ হাওলাদার

    আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

     

    শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়।

     

    এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

     

    আটককৃতরা হলো- গাজীপুর জেলার কাশিমপুর থানার পানিশাইল এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫), আব্দুল মান্নানের ছেলে তালহা মন্ডল (১৮), জহিরুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম (১৯), নজরুল ইসলামের ছেলে মোবারক হোসেন (১৮), বেলালের ছেলে সুমন (১৭), মৃত মির্জা রিপনের ছেলে রাকিব হাসান (১৭), রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম (১৯), কবির হোসেনের ছেলে সাব্বির রহমান (১৮), শহিদুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (১৯) ও সালাম বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাস (১৮) এবং জামালপুর জেলার সদর থানার চন্দ্রা এলাকার খলিল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (১৮)।

     

    আটককৃতরা ঢাকায় গিয়ে নাশকতা করতে পারেন এমন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST