ঢাকাSaturday , 4 February 2023
আজকের সর্বশেষ সবখবর

গাজিপুরের বিএনপির ১১ নেতাকর্মী আশুলিয়ায় আটক

admin
February 4, 2023 6:10 pm
Link Copied!

মোঃ সোহাগ হাওলাদার

আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়।

 

এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলো- গাজীপুর জেলার কাশিমপুর থানার পানিশাইল এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫), আব্দুল মান্নানের ছেলে তালহা মন্ডল (১৮), জহিরুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম (১৯), নজরুল ইসলামের ছেলে মোবারক হোসেন (১৮), বেলালের ছেলে সুমন (১৭), মৃত মির্জা রিপনের ছেলে রাকিব হাসান (১৭), রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম (১৯), কবির হোসেনের ছেলে সাব্বির রহমান (১৮), শহিদুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (১৯) ও সালাম বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাস (১৮) এবং জামালপুর জেলার সদর থানার চন্দ্রা এলাকার খলিল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (১৮)।

 

আটককৃতরা ঢাকায় গিয়ে নাশকতা করতে পারেন এমন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।