ঢাকাSaturday , 14 January 2023

চুরি-ডাকাতি সহ একাধিক মামলার ৩ পলাতক আসামি গ্রেফতার।

Link Copied!

সুনামগঞ্জের ছাতকে একাধিক মামলার পলাতক আসামি ডাকাত আব্দুস সালাম(২৫),কাশেম আলী (২৬) ও লেচু মিয়া (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে পৌর শহরের ভাসখালা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে।আব্দুস সালাম পৌর সভার ভাসখালা এলাকার আরব আলীর পুত্র,কাশেম আলী একই গ্রামের আকবর আলীর পুত্র এবং লেচু মিয়াগ্রামের ফজর আলীর পুত্র। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানা ও আদালতে ধর্ষণ,চুরি,ডাকাতি, মাদক,অস্ত্র, চাঁদাবাজির মামলা সহ ২১ টি মামলা রয়েছে। আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এস আই আসাদুজ্জামান রাসেল জানান, ছাতক থানার মামলা ( নং৪ (০১)২০২৩ এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।