ঢাকাThursday , 9 March 2023

জমির দখলে অবৈধ বাধা সৃষ্টির অভিযোগে প্রেসক্লাব মোল্লাহাটে সংবাদ সম্মেলন

admin
March 9, 2023 8:06 pm
Link Copied!

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে এক খন্ড জমির শান্তিপূর্ণ দখলে অবৈধভাবে বাধা দেয়ার অভিযোগ তুলে  সংবাদ সম্মেলন করেছেন খরিদা মালিক জনৈক শেখ মেহেদী হাসান। বৃহস্পতিবার সকাল ১০টায়  প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নোত্তরে  মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের শেখ মোহাম্মাদ আলীর ছেলে শেখ মেহেদী হাসান বলেন, গত ২০১৮ ইং সালে একই গ্রামের ফটিক চন্দ্র দে’র থেকে তার পৈত্রিক গাংনী মৌজার বি,এস ডিপি ৪৯ নং খতিয়ানের ৩১৪১ ও ৩১৪২ নং দাগের মোট ৫৫ শতকের মধ্যে ১১ শতক জমি দলিল মূল্যে আমার নিজ নামে খরিদ করি। আমার ন্যায্য খরিদা উক্ত জমির শান্তিপূর্ণ দখলে অবৈধভাবে বাধা দেয়া সহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে ফটিক চন্দ্র দে’র আপন ভাই মাধাই চন্দ্র দে সহ তার স্ত্রী সন্তানরা। উক্ত খরিদা জমির শান্তিপূর্ণ দখল পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা সহ ন্যায় বিচার দাবি করেন মেহেদী হাসান।

 

মাধাই চন্দ্র দে বলেন, তার ভাই ফটিক চন্দ্র দে জমি বিক্রির অনেক পূর্বে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে পৈত্রিক জমির মালিকানা হারায়, তাই তিনি দখলে বাধা দিয়েছেন।

 

######

মোঃ কা‌ফি হাসান বশার

মোল্লাহাট প্রতিনিধি

মোবাঃ ০১৭৬৮৩৭৪৩৯৭

তাং ০৯/০৩/২০২৩ ইং।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।