জমি লিখে দিতে অস্বীকৃতি পিতা মাতাকে ছেলেদের জুতার বারি,বাড়িঘর ভাংচুর

News Editor
প্রকাশ: ১ বছর আগে

আশরাফুল ইসলাম রাজন,কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের চিকনীরচর এলাকায় জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় বাবা মাকে ৩ ছেলের চাপ,জমি লিখে না দেয়ায় বাড়িঘর ভাংচুর ও বোনদের কুপিয়া জখম করেছে ৩ ভাই
বৃহস্পতিবার দুপুরে কর্শাকড়িয়াল ইউনিয়নের চিকনীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,৭৫ বছরের বৃদ্ধ আ:কাদিরের চার ছেলে চার মেয়ে।এর মধ্যে ৩ ছেলে নূর মোহাম্মদ,তাজুল ইসলাম,জালাল মিয়া দীর্ঘদিন তাকে জায়গা লিখে দেয়ার জন্য চাপ ও হুমকি প্রদান করছে।এতে পিতা আ:কাদির রাজি না হওয়ায় ছেলেরা তাকে চর থাপ্পর ও জুতা পিটা করে।বৃহস্পতিবার দুপুরে ৩ ছেলে আরো কয়েকজন উচ্ছৃঙ্খল প্রতিবেশি লোকদের নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পিতা আ:কাদিরের উপর অতর্কিত হামলা করে।তখন আ:কাদিরের বড় মেয়ে সুফিয়া আক্তার পিতাকে বাচানোর জন্য আগায়া আসলে তার ছেলে নূর মোহাম্মদ বোনের উপর ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
এমন সময় আ:কাদিরের স্ত্রী জুমেলা খাতুন আগাইয়া আসলে তাকেও ছেলে রা আঘাত করে।এ সময় ছেলে রা বাড়িঘর ভাংচুর ও টাকা পয়সা লুটপাট করে।পিতা মাতা ও বোনদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে আ:কাদিরের স্ত্রী জুমেলা খাতুন ও তার মেয়ে সুফিয়া আক্তারকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছে।এ ঘটনায় আ:কাদির তার ৩ ছেলে ও প্রতিবেশি ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে কিশোরগঞ্জ মডেল থানায়।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ বলেন,
লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।