জয়নগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

News Editor
প্রকাশ: ১ বছর আগে

রাজু আহমেদ (রাজশাহী):

দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়য়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১জুন ) সকাল ১০টায় ইউনিয়নের নোনামাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান ।

খেলে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন
প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোহা: শহিদুল ইসলাম।

এছাড়াও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উজ্জল হোসেন, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান তালুকদার, বাগলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, চুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, বাজুখলসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম খাতুন, মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া সুলতানা, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গওসুল আজম মো: হারুনূর রশীদ শামীম(ভারপ্রাপ্ত), নোনামাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম রেজা, কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা খাতুন, দাওকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস পারভীন, আনোলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন উদ্দিন(ভারপ্রাপ্ত) স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ক্রীড়াপ্রেমীরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু বালক দলের খেলায় ট্রাইবেকারে কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে নোনামাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলের খেলায় নোনামাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।