ঢাকাTuesday , 23 May 2023
আজকের সর্বশেষ সবখবর

জয়নগরে রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান মিজান

রাজু আহমেদ
May 23, 2023 6:58 pm
Link Copied!

দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখান দিঘী গ্রামের(স্বপনের বাড়ি হতে শাহাবুর মাস্টারের মসজিদ পর্যন্ত) আর সি সি ১টি রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মে ) সকালে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় চেয়ারম্যান মিজান বলেন , জয়নগর ইউনিয়নের রাস্তাঘাট সহ ইউনিয়নের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাব। এছাড়াও ইউনিয়ন থেকে মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলার অঙ্গিকার করছি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনবান্ধব ও পরিষদের উন্নয়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উজ্জল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নরুল হুদা, ইউপি সদস্য রিফা বেগম, হান্নান আহাদ, আব্দুল মতিন ইউনিয়ন যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা পারভেজ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।