ঢাকাWednesday , 10 May 2023

জামালপুরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন।

News Editor
May 10, 2023 2:40 pm
Link Copied!

রাসেল রানা জামালপুর:

জামালপুর শহরে বন্ধুর ছুরিকাঘাতে হাবিল (২৫) নামে এক যুবক খুন হয়েছে,তাৎক্ষণিক ঘাতক খুনিকে গ্রেফতার করছে সদর থানা পুলিশ। মঙ্গলবার ০৯ এপ্রিল রাতে জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত হাবিল শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। সে পেশায় রং মিস্ত্রিরির কাজ করতো। রাত সাড়ে ১০টায় সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী শাহনেওয়াজ ইমনের নেতৃত্বে এবং সঙ্গীও ফোর্সের সহযোগিতায় ঘাতক খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ। হাবিল ও চাঁন মিয়ে এক সাথে রং মিস্ত্রির কাজ করতো। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। আজ রাত সাড়ে ৭টায় দুজনেই মেথর পট্রিতে মদ খেতে যায়। তুচ্ছ ঘটনায় হাবিল ও চাঁন মিয়ার মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে হাবিল চাঁন মিয়ার মা বোনকে নিয় অকথ্য ভাষায় গালিগালজ করে। এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে হাবিলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। সাথে সাথেই খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত হাবিল মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা চাকুসহ চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি শাহনেওয়াজ আরো জানান, এ ঘটনায় নিহত হাবিলের বাবা ইসমাইল হোসেন বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।