ঢাকাWednesday , 8 March 2023
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বিশ্ব নারী দিবসে মানববন্ধন আলোচনা সভাশেষে সফল নারীদের সম্মাননা প্রদান

admin
March 8, 2023 11:00 pm
Link Copied!

– ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি,
তাং ০৮ মার্চ ২০২৩ খ্রী. “”প্রযুক্তি ও উদ্ভাবনীতে সম্ভাবনার বাংলাদেশ গড়ি , নারী-পুরুষের সমতা সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখি” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে বুধবার (০৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), এডাব, জামালপুর শাখা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখা ও এসোসিয়েশন অফ ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ‘র যৌথ উদ্যোগে যথার্থ ভাবগাম্ভীর্য ও আড়ম্বরের সহিত অনুষ্ঠানের প্রথম পর্ব শহরের পিটিআই গেইটের সামনে মানববন্ধন ও দ্বীতিয় পর্ব এসপিকে ‘র হল রুমে আলোচনা সভা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সফল নারী উদ্যোক্তাগণকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সহিদ উল্যা ‘র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী ও সফল সংগঠক, কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, তারকা সংঘ, জামালপুরের এর সভাপতি, খোরশেদ আলম, অধ্যাপক মনিরুজ্জামান খান, জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এ্যডভোকেট বিপ্লব দে বাচ্চূ, নারী নেত্রী রাশেদা ফারুকী, মোহাম্মদ সাজ্জাদ হুসেন, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখার সভাপতি, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন, ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, মোঃ নেহাজ উদ্দীন (মাইজভান্ডারী), আনিছুর রহমান, নির্বাহী পরিচালক অগ্রদূত, মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক, এডাব, জামালপুর, সফল নারী উদ্যোক্তা, রাজিয়া সামাদ প্রমুখ। বক্তারা সমঅধিকার, সমক্ষমতায়ন তথা নারীর সঠিক সুষম উন্নয়নের উপর আলোকপাত করেন। সম্মাননা প্রাপ্ত সফল নারী উদ্যোক্তাগণ হলেন রাজিয়া সামাদ- শেরপুর, রিক্তা বেগম- মেষ্টা ইউপি, মোছাঃ বেদেনা বেগম- কেন্দুয়া ইউপি, মোছাঃ নাসরিন আক্তার- জামালপুর পৌরসভা, মোছাঃ মোস্তাকিমা- রশিদপুর, জামালপুর, রাশিদা ফারুকী- মুন্সিপাড়া, জামালপুর, মনোয়ারা বেগম ও মোছাঃ ছনেখা বেগম প্রমুখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ এনামুল হক, সভাপতি, এডাব, জামালপুর জেলা শাখা। ক্রেষ্ট প্রদান পরবর্তী বিশেষ প্রীতি ভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আজকের অনুষ্ঠান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সহিদ উল্যা ।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।