জামালপুরে মেধা ও যোগ্যতাতেই নিয়োগ হবে পুলিশ কন্সটেবল পদে -পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ

প্রকাশ: ১ বছর আগে

 জামালপুর থেকেঃ এম.এ রফিক

জামালপুরে গত ২ মার্চ থেকে শুরু হয়েছে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম। যা চলবে আগামী ১৯ মার্চ ২০২৩ইং সাল পর্যন্ত। এ বছর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি’র) পদে পুরুষ প্রার্থী ৭৪জন এবং নারী ১৩ জন নিয়োগ প্রাপ্ত হবেন। প্রতারনার হাত থেকে সচেতন থাকার জন্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে সচেতন করে আসছেন। এর পরেও অনেকে লোভে পরে প্রতারণার স্বীকার হচ্ছেন। গত ৩ মার্চ প্রতারণার স্বীকার হওয়া এমন একজনের সন্ধান পেয়ে জামালপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এক প্রতারককে গ্রেফতার করেছে। জানা যায় ২৪তম বিসিএস ক্যাডার এই কর্মকতা ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। ০২/০৭/২০০৫ইং সালে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন। গত ২ মার্চ ২০২১ইং সালে জামালপুরে যোগদান করেন পুুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। যোগদান করার পর থেকেই তিনি প্রশাসনিক কার্যক্রমের সার্বিক চিত্র প্রতিটি দপ্তরের কার্যক্রমে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা, কমেছে জন ভোগান্তি, বৃদ্ধি পেয়েছে সেবার মান। যে কোন অন্যায়ের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার। তার কাছে কোন অভিযোগ গেলে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তৎক্ষনিক ব্যবস্থা নেন। এছাড়া গণমাধ্যম ও মুঠোফোনের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রæত সমাধান করার চেষ্টা করেন। তিনি বীরমুক্তিযোদ্ধাদের জন্য তার চেয়ারের পাশেই রেখেছেন বিশেষ একটি চেয়ার। হত দরিদ্র, প্রতিবন্ধীসহ যে কেউ তার কাছে সহায়তার জন্য গেলে তিনি চেষ্টা করেন সকলকে সহযোগিতা করার। যার কারণে অনেকে মন্তব্য করতে গিয়ে বলেন সরকারের একজন উচ্চপদস্থ দায়িত্বশীল কর্মকর্তা আমরা খুবই কম দেখেছি। তার এমন ভালোবাসায় সাধারন মানুষ মুগ্ধ। এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন যে ভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে জামালপুর পুলিশ সেটি বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। এটি বাস্তবায়ন করা আমার নৈতিক দায়িত্ব। যার কারনে জামালপুরে আইনশৃংখলা অনেক উন্নতি হয়েছে। আমার কাজে জেলা পুলিশের সকল কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজের বিশিষ্টজনরা সব সময় সহযোগিতা করেছেন। আশা করি আগামীতেও তারা আমাকে সহযোগিতা করবেন। আমি সকলের কাছে দোয়া কামনা করছি। সেই সাথে জামালপুরে মেধা ও যোগ্যতাতেই নিয়োগ পাবে পুলিশ কন্সটেবল পদে নিয়োগ প্রাপ্ত হবে। কেউ যেন প্রতারনার স্বীকার না হয় সেই জন্য সবাইকে সচেতন থাকতে হবে।