প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৯:১৮:৩৩ প্রিন্ট সংস্করণ
জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি, বাংলানিউজ২৪.কম ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তন এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, বাংলাভিশনের সাংবাদিক জাহিদ হাবিব, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সহ-সভাপতি (১) সাইদুর রহমান, সহ-সভাপতি (৩) শহিদুল ইসলাম নিরব, কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জেলা সিপিবির সাবেক সভাপতি সাংবাদিক জ্যৌতিষ চন্দ্র এষ, তৌফিকুল ইসলাম শরীফ প্রমুখ। বক্তারা বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক নাদিমের উপর হামলাকারীদের আটকের আল্টিমেটাম, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।
Design & Developed by BD IT HOST