নিজস্ব প্রতিনিধি: রোববার ( ২ এপ্রিল) জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সাংবাদিক হাফিজ রায়হান সাদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন নিউজ, এটিএনবাংলা ও বিডি নিউজ ২৪.কমের জামালপুর প্রতিনিধি সাংবাদিক লুৎফর রহমান।
জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও নিউজ বাংলার জেলা প্রতিনিধি সৈয়দ শওকত জামানের সভাপতিত্বে এবং সাম্প্রতিক দেশকালের জেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরের সঞ্চালনায় ইফতার মাহফিলে কোরআন তেলওয়াত করেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক জে,এম জাহিদ হাবিব।
দোয়া পরিচালনা করেন দৈনিক ইনকিলাব পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি সাংবাদিক এম এ মান্নান।
ইফতার মাহফিলে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও দ্যা রির্পোর্ট টয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ছাইদুর রহমান, সহ সভাপতি ও বাংলা নিউজ টয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম, যুগ্ন-সম্পাদক ও পুর্ব পশ্চিম বিডি ডট নিউজের সাংবাদিক মেহেদী হাসান, বার্তা টুয়েন্টির সাহিদুর রহমান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন পল্লীকন্ঠ প্রতিদিনের এ এইচ এম মজনু মোল্লা, একাত্তর টিভির মামুন আনসারী সুমন ও প্রতিদিনের সংবাদের মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।
সভায় সকালের আলোর এস এম হোসাইন আছাদকে দফতর সম্পাদক ও প্রতিদিনের খবরের আল আমীনকে প্রচার সম্পাদকসহ ৫ জন অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিককে সদস্য প্রদান করা হয়।