জামালপুর পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ
প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৩ , ৮:৩৮:১৭
প্রিন্ট
সংস্করণ
শুক্রবার ১৪ জানুয়ারি ২০২৩ খ্রি. জামালপুরের মাদারগঞ্জে পুলিশ সুপার শীতবস্ত্র বিতরণ করেছেন। মাদারগঞ্জের মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠে গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জামালপুর জেলার সম্মানিত মানবিক পুলিশ সুপার, নাছির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মাহবুবুল হক, মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রধান শিক্ষক, মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয় প্রমুখ। পুলিশ সুপার বলেন তীব্র এ শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, তিনি আরো বলেন জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে জেলা পুলিশ, জামালপুর। এর পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাড়াতে আহ্বান করেন পুলিশ সুপার জামালপুর।
আরও খবর
Sponsered content
Design & Developed by BD IT HOST