প্রতিনিধি ১২ মার্চ ২০২৩ , ১১:০৪:২৮ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক : আজ জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো আছে। পুলিশ, র্যাবসহ সকল বাহিনির ঐকান্তিক প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। তাই দেশ এগিয়ে চলছে। দেশ যে উন্নয়নের মহাস্রোতে আছেে; এইখানে যদি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকতো,এইখানে যদি আমাদের পুলিশ আমাদের নিরাপত্তা বাহিনী তাদের কাজটি যদি না করতো। তাহলে কিন্তু
আমরা থমকে যেতাম।এটা শুধু আমাদের কথা নয় সারা বিশ্বের কথা।
আজ দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি আরও বলেন, এগিয়ে যেতে হলে আমাদের সিকিউরিটি সবল হতে হবে। আমাদের সিকিউরিটি মাননীয় প্রধান মন্ত্রী দিক নির্দেশনায় আমরা সব চ্যালেন্জ মোকাবেলা করে আজকে আমাদের সিকিউরিটি ফোর্স বলেন, পুলিশ বলেন,বিজিপি বলেন,
র্যাব বলেন, আনসার বলেন, কোর্স গার্ড বলেন সবাই তাদের কাজ করছে; সেই জন্যই একটা সুন্দর পরিস্থিতি উপহার দিতে পেরেছি।
শহরের পলাশগড় এলাকায় রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি আধুনিক জামালপুরের রুপকার জননেতা মির্জা আজম এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা প্রশাসক সাবুশ্রী রায় সহ আরো অনেকে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ফিতা কেটে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধন করেন।
Design & Developed by BD IT HOST