ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক পরিবারের বসতভিটার জমি দখল করে প্রাচীর নির্মাণ

News Editor
প্রকাশ: ১ বছর আগে

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কূত জমির উপর জোর পূর্বক জবাব দখলের পায়তারা অভিযোগ উঠেছে স্থানীয় হামিদুর রহমানের বিরুদ্ধে। জবাব দখল থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগি পরিবার । অভিযোগে জানা গেছে ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাওনিয়া কনপাড়া গ্ৰামের মূত জামাল উদ্দিন এর ছেলে দেরেম আলী বসত ভিটা বাবা ও দুই ভাই এর কাছ থেকে ক্রয়কূত জমি ৯৫০ নং দাগের ৬ .৫০ শতাংশ জমির মধ্যে ৩ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। কিন্ত হঠাৎ দীর্ঘদিন থেকে পাশ্ববর্তী জমির মালিক মূত জামাল উদ্দিন এর ছেলে হামিদুর রহমান গং জোর পূর্বক দখলের পায়তারা করে আসছে । গত ২৪ মার্চ দেরেম আলী বাড়িতে না থাকায় বসত ভিটার মধ্যে পাকা প্রাচীর নির্মাণ করে। ক্রয় সূত্রে জমির মালিক দেরেম আলী জানান আমার বাবার জমি ৬ .৫০ শতাংশ জমির মধ্যে আমাকে আমার দুই ভাই মকশেদ আলী ও ফরজন এর অংশ কেবলা মূল্য খরিদ করিয়া লই ও আমার নিজ অংশ। আমি এই জমি প্রায় ৪০ থেকে ৪৫ বছর ধরে বসত ভিটা ও যাতায়াত রাস্তা ব্যবহার করে আসতেছি। কিন্তু হঠাৎ করে আমি বাসায় না থাকায় হামিদুর ও তার গংরা জমির মধ্যে ইট দিয়ে প্রাচীর নির্মাণ করে পরক্ষণে আমি আমার বসত ভিটার মধ্যে ইটের প্রাচীর নির্মাণের বিষয়টি জানতে পারলে আমি হামিদুরকে বলতে গেলে হামিদুর ও তার গংরা আমার হাত পা বেঁধে এলোপাথাড়ি ভাবে মারপিট শুরু করে পরক্ষণে গ্ৰামবাসী আমাকে উদ্ধার করে নিয়ে আসে