ঢাকাTuesday , 16 May 2023

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

News Editor
May 16, 2023 12:17 pm
Link Copied!

সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজের হলরুমে সোমবার ১৫ মে২০২৩ জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ র আওতায় স্মার্ট বাংলাদেশ,এসডিজি ও ভিশন ২০৪১ মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি,অর্জন, সাফলতার লক্ষ্যসমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত মহিলা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী, ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রভাষক মোঃআল মামুন অর রশিদ,প্রভাষক সুভাষ ঘোষ প্রমুখ এবং বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।উক্ত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার এইচ.এম.শাহজাহান মিয়া,মহিলা সমাবেশে স্মার্ট বাংলাদেশ,মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং,বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব,নারী শিক্ষা,নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী,ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস,গুজব অপপ্রচার,অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা,ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ,নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা,সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার,পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয় নিয়ে এ মহিলা সমাবেশে আলোচনা গুরুত্বারোপ করা হয়।সে সময় বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত সভা শান্তি ও শৃঙ্খলার মধ্যে সমাপ্তি হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।