• ঠাকুরগাঁওয়ে ১১ বছরের শিশুর লাশ উদ্ধার

      প্রতিনিধি ৪ মে ২০২৩ , ৭:২১:৩২ প্রিন্ট সংস্করণ

    মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,
    ঠাকুরগাঁওয়ে একটি ভুট্টাখেত থেকে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
    বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহটি মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজখানার ছাত্র মুরাদ হোসেনের (১২)। সে মোহম্মদপুর ইউনিয়নের গিলাবারি এলাকার দারুলের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। কেউ তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। মরদেহের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে এর কারণ জানা যাবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST